পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত। অন্যদিকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। মন্ত্রী জানান, যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
চুলের চুইংগাম ছাড়াতে যা করবেন
অনেক সময় চুলে চুইংগাম লেগে বিরক্তিকর পরিস্থিতিতে পড়েন। চুলে চুইংগাম লেগে গেলে সেটা ওঠানো রীতি মতো যুদ্ধের শামিল। চুইংগাম এঁটে থাকা চুল হয়তো শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না।
মনে রাখবেন চুলে চুইংগাম আটকে গেলে তা জোর করে ছাড়ানোর চেষ্টা করা যাবে না। এতে চুইংগামটি আরও বেশি করে চুলে আটকে যাবে।
কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই চুল থেকে চুইংগাম ছাড়াতে পারবেন। তবে তার জন্য দরকার শুধু কিছু কৌশল।
আসুন জেনে নেই চুলে চুইংগাম লেগে গেলে তা কীভাবে ছাড়িয়ে নিবেন—
বরফ বা ঠাণ্ডা পানি
চুলে চুইংগাম লাগলে খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন আপনি, শুধু হাতের কাছে ফ্রিজের পানি বা বরফ থাকতে হবে। একটি বাটিতে ঠাণ্ডা পানি নিয়ে চুলের ওই অংশটুকু ডুবিয়ে রাখুন কয়েক মিনিট একটু পরে দেখবেন চুইংগাম শক্ত হয়ে যাবে, তখন সহজেই ছাড়াতে পারবেন। আর যদি বরফ ব্যবহার করেন তবে চুইংগাম লাগা অংশে বরফ ঘষুন তাহলেও ছাড়াতে সুবিধা হবে।
কোকাকোলা
একটি বাটিতে ঠাণ্ডা কোকাকোলা নিয়ে সেখানে চুলে আটকে থাকা চুইংগাম কোকাকোলা দিয়ে ভেজালে অল্প সময়ের মধ্যেই সেটি চুল থেকে আলাদা হয়ে যাবে।
লবণ পানি
চুলকে আগে একটু লবণ পানিতে ভিজিয়ে নিন। লবণ পানি দিলে কি হবে জানেন? সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এরপর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘষতে থাকুন।
লবণ পানির প্রভাবে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে। আর বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি।
তেল ব্যবহার
আপনার আঙুল বা পুরোনো টুথব্রাশ ব্যবহার করে যেকোনো তেল নিয়ে চুইংগাম আবর্তিত অংশে ভালো করে লাগিয়ে ৩/৪ মিনিট অপেক্ষা করে খুব সাবধানে চুল থেকে ওই চুইংগাম সরিয়ে ফেলুন।
কাজটা খুব সহজ হবে না বলেই যথেষ্ট ধৈর্য্য রেখেই করবেন। প্রথমবার পুরোপুরি উঠে যাবে না, আবার তেল লাগিয়ে একই প্রক্রিয়ায় কাজটা করুন।
তাপ বা আয়রন
চুইংগাম ঠাণ্ডায় যেমন জমে যায়, গরমে তেমন দ্রুত গলে যায়। তাই গরম তেলে চুইংগাম লাগা চুলটুকু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখুন খুব ভালো কাজ দিবে। এছাড়া তৈলাক্ত টিস্যুর মাঝে চুল রেখে আয়রন দিয়ে তাপ দিলেও ভালো কাজ করবে।
তবে এক্ষেত্রে একটু সাবধানে কাজ করতে হবে। নয়তো চুইংগাম গলে ছড়িয়ে অন্য চুলেও লেগে যেতে পারে।