পিঠে ব্যাথা আর জ্বরে ভুগছিলেন ৫৬ বছর বয়সি এক প্রৌঢ়া। চিকিত্সার জন্য হাসপাতালে যেতেই ডাক্তারদের চক্ষু চড়কগাছ। পরীক্ষা-নীরিক্ষার পর দেখা যায়, ওই প্রৌঢ়ার ডানদিকের কিডনিটি পাথরে ভর্তি। প্রায় ৩,০০০টি পাথর মিলেছে সেই কিডনি থেকে।
ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংশু প্রদেশের চাংঝাউয়ের উজিন হাসপাতালে। চীনের গ্লোবাল টাইমসের খবরে প্রকাশ, গত এক সপ্তাহ ধরে পিঠে ব্যাথা শুরু হয়েছিল ঝাং-এর।
মেডিক্যাল পরীক্ষার পর ডাক্তাররা আবিষ্কার করেন, ঝাং-এর একটি কিডনি পাথরে ভরে গেছে। অপারেশনের পর সেই পাথর গুনতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। মোট ২,৯৮০টি পাথর ঝাং-এর শরীর থেকে বের করা হয়েছে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের রিপোর্ট বলছে, কিডনি থেকে সবচেয়ে বেশি পাথর উদ্ধারের ঘটনার নজির রয়েছে ভারতে। মহারাষ্ট্রের এক রোগী ধনরাজ ওয়াডিলের কিডনি থেকে ১,৭২,১৫৫টি পাথর বেরিয়েছিল।