ক্রিস গেইলকে ক্রিকেটের দানব বলা হয়। তার ব্যাট থেকে কোন বোলার ই রক্ষা পায় না। তবে বাংলাদেশের সাথে প্রথম ওয়ানডেতে তেমন সুবিধা করতে পারেননি এ তারকা।
বিশেষ করে বাঁহাতি স্পিনারদের তিনি তুলোধুনো করেন হারহামেশাই। গেইলের ব্যাটিংর নিয়ে সাকিব আল হাসান সম্প্রতি কথা বলেছেন।
তিনি বলেন, ‘বাঁহাতি স্পিনার পেলে গেইল মারবেই। আর গেইল মারলে কী হয়, তা তো দেখেনই। তা ছাড়া আমাকে কেন, বিশ্বের কোনো বাঁহাতি স্পিনারকেই ও ছাড়ে না। হয়তো এ কারণে…।’
সাকিব আল হাসান আরো বলেন, ‘এটা শুধু আমরা না, এখন বিশ্ব ক্রিকেটে সব দলই করে। আর আমি যে বাঁহাতি ব্যাটসম্যানকে বল করিই না, তা কিন্তু না।
অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করেছি। আইপিএলে সব দলেই বাঁহাতি ব্যাটসম্যান আছে। আমি ওদেরও বোলিং করি। কিন্তু গেইল আলাদা ব্যাপার!’