ভাবিনি সত্যি বিষ খেয়েছে, তাই ম্যাসেজে বলেছি ‘তুই মরে যা’!

সৌপ্তিক মণ্ডল (১৮) ও তার প্রেমিকা পাশাপাশি দুই পাড়ার অধিবাসী এবং গত চার বছর ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। এর মধ্যে বেশ কয়েকবার বিচ্ছেদ হলেও ক’দিন যেতে না যেতেই আবার সব ঠিকও হয়ে গিয়েছিল।

সবশেষ তাদের মধ্যে বিচ্ছেদ হয় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। ছেলেটি তখন ভেবেছিল একটি সময় হয়তো আগের মতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এবার আর ঠিক হয়ে যায়নি।

প্রেমিক সৌপ্তিক বারবার সম্পর্কে ফিরতে চাইলেও প্রেমিকা আর তার সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। বারবার চেষ্টা করেও যখন সম্পর্কে ফিরছিল না ঠিক তখনি হোয়াটসঅ্যাপে প্রেমিকাকে বিষপানের ছবি পাঠিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।

সম্প্রতি ভারতের জলপাইগুঁড়ি শহরের পাণ্ডাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর জিনিউজ।

ভাবিনি সত্যি বিষ খেয়েছে, তাই ম্যাসেজে বলেছি ‘তুই মরে যা’!

অভিযুক্ত প্রেমিকার সঙ্গে সৌপ্তিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বিষের বোতলের পাশে রাখা গ্লাস। নিচে সৌপ্তিক লিখছেন- আমার খুব কষ্ট হচ্ছে। এ ঘটনার জেরে জলপাইগুঁড়ি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জলপাইগুঁড়ি থানা পুলিশের বক্তব্য- বিচ্ছেদের পর হোয়াটসঅ্যাপে প্রেমিকাকে বারবার সম্পর্কে ফিরতে অনুরোধ করতে থাকেন সৌপ্তিক।

সাড়া না দিলে বিষ খেয়ে আত্মহত্যা করার কথা বলেন তিনি। সাড়া না পেয়ে বিষপান করে ছবি তুলে তা হোয়াটসঅ্যাপে পাঠান ওই যুবক। জবাবে প্রেমিকা লেখেন- ‘তুই মরে যা।’ ঘটনার পর পর পরিবারের লোকজন সৌপ্তিককে হাসপাতালে নিয়ে গেলে গত ১৬ জুলাই তার মৃত্যু হয়।

এদিকে অভিযুক্ত প্রেমিকা বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ হয়। এর আগেও অনেকবার এমন আত্মহত্যার হুমকি দিয়েছে সে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই করেনি। আমি ভেবেছিলাম এবারও তেমন

শেয়ার করুন: