নারীদের এশিয়া কাপটা এবার ঘরে তুলেছে বাংলাদেশ মহিলা দল। আর পুরুষদের দায়িত্ব এবার ন্নিজেদেরটা ঘরে তোলার। আর এবারের এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেই টুর্নামেন্টের পূর্নাং সূচী প্রকাশ করলো এশিয়া কাপের সত্ত্ব পাওয়া স্টার স্পোর্টস।
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচসমূহ
১৫ সেপ্টেম্বর – প্রতিপক্ষ শ্রীলংকা, দুবাই
২০ সেপ্টেম্বর – প্রতিপক্ষ আফগানিস্তান, আবু ধাবি
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচী
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবু ধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি
উল্লেখ্য এই আসরে মোট অংশ নিবে ৬টি দল। ৫টি দল ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। তারা হচ্ছে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। বাকী একটি দল বাছাই পর্ব খেলে আসবে। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।