এইমাত্র পাওয়াঃ আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাত নিয়ে যে খবর দিল

মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে সোমবার রাজধানীর অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টিপাত দেশব্যাপী আরো এক সপ্তাহ স্থায়ী হতে পারে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীতে শুরু হয় রিমঝিম বৃষ্টি। এরপর ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পথ পানিতে তলিয়ে যায়।

জলজটে অনেক যানবাহন বিকল হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করে। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পাশাপাশি যানবাহনের উপস্থিতি কমে যাওয়ায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে নগরবাসীকে রীতিমতো যুদ্ধ করতে হয়।

সোমবারের বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডি, কারওয়ান বাজার, খিলগাঁও, মালিবাগ, মতিঝিল, পল্টন, কাজীপাড়া, রোকেয়া সরণি, শেওড়াপাড়া ও মিরপুর-১০ এলাকায় সবচেয়ে বেশি ভোগান্তি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীতে ৩৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আগামী সপ্তাহেও থাকবে বলে অভিমত দেন তিনি।

জানা গেছে, দেশের দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ রূপে বর্তমানে উত্তরপশ্চিম ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন ভারতীয় এলাকায় অবস্থান করছে।

এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

শেয়ার করুন: