জুহি কে সালমান খানের আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাব ! - সংগৃহীত
নায়িকার সাথে প্রেম আর বিয়ে নিয়ে বলিউড পাড়ায় সবচেয়ে বেশি সংবাদ শিরোনাম হয়েছেন সালমান খান। কিন্তু এই অভিনেতা এখনো অবিবাহিত।
অথচ ভাইজান খ্যাত এই অভিনেতা কাজের জায়গাটায় শতভাগ সফল। বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন এই বলি সুপারস্টার।
সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া, সালমানের সাথে বারবার নাম জড়িয়েছে বিভিন্ন অভিনেত্রীর। আর কিছু বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং লুলিয়া ভান্টুরের সাথে সল্লু মিঞার প্রেমের খবরে মুখোরিত ছিল পেজ থ্রির পাতা।
তবে জানেন কি একটা সময় বলিউডের এক বিখ্যাত নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই খবর কিন্তু তেমনভাবে শোনা যায়নি। ভাবছেন কে তিনি?
সেই নায়িকা হলেন জুহি চাওলা। আকাশ থেকে পড়লেন নিশ্চেই। হ্যাঁ আকাশ থেকে পড়ারই কথা। সালমানের পুরনো এক সাক্ষাৎকারে এই তথ্য নিজেই জানিয়েছিলেন সালমান খান। তবে বিয়েটা শেষ পর্যন্ত হয়নি কেন ?
এ সম্পর্কে ওই সাক্ষাৎকারে সালমান বলেন, ‘জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আমি তার বাবাকে জিজ্ঞেস করি যে তিনি জুহির সাথে যদি আমার বিয়ে দেন। তিনি স্পষ্ট ‘না’ বলে দেন।’
ব্যস সেখানেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। এমনকী কোনও ছবিতে তাদের দু’জনকে নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি। শুধুমাত্র ‘দিওয়ানা মস্তানা’ছবিতে একটি দৃশ্যে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এবং কাকতালীয়ভাবে সেটা ছিল একটি বিয়েরই দৃশ্য।
পরবর্তী সময়ে সালমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তারা একসঙ্গে ছবিতে অভিনয় করেননি কেন? এ প্রসঙ্গে অভিনেতার উত্তর ছিল,‘জুহি কোনও দিনই আমার সাথে অভিনয় করতে চাননি।’
পরবর্তীকালে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ জুহি জানিয়েছিলেন যে সালমান ও তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ওঠে। বলা হয়, জুহি নাকি সালমানের সঙ্গে অভিনয় করতে চান না। তবে সে কথা মিথ্যা বলে দাবি করেন জুহি।