বাংলাদেশের বাজে শুরুর পর বৃষ্টির বাধা

প্রথম সুযোগে ব্যর্থ এনামুল হক। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন দলে ফেরা তরুণ এই ওপেনার। বল হাতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ভোগানো জেসন হোল্ডার আঘাত হানেন ম্যাচের দ্বিতীয় ওভারে। অফ স্টাম্পের বাইরে পরে আরও বেরিয়ে যাওয়া বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন এনামুল।

প্রথম উইকেট হারানোর সময় ১.৩ ওভারে বাংলাদেশের স্কোর ১/১। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দলে রাসেল

২০১৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো দেশের হয়ে ওয়ানডে খেলতে নামছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ একাদশে আছেন বিস্ফোরক ওপেনার ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

ফিরলেন মুস্তাফিজ, এনামুল

চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা হারানো ওপেনার এনামুল হক ফিরেছেন একাদশে।

তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজের সঙ্গী রুবেল হোসেন। স্পিন বোলিংয়ে সাকিব আল হাসানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অধিনায়ক টস জিতে নিয়েছেন ব্যাটিং।

তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের কাছ থেকে দায়িত্বশীল ব্যাটিং চান মাশরাফি। অভিজ্ঞ ব্যাটসম্যানের সঙ্গে ব্যাট হাতে অবদান দেখতে চান এনামুল হক, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের কাছ থেকে। অধিনায়কের বিশ্বাস, লড়াইয়ের পুঁজি পেলে বাকিটা ঠিকঠাক মতো সারার সামর্থ্য বোলারদের আছে।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার মনে করেন, শুরুতে উইকেট থেকে খানিকটা সহায়তা পাবেন বোলাররা। তাই টস জিতলে বোলিং নিতে চেয়েছিলেন তিনি। টস হারলেও পূরণ হয়ে হয়েছে তার চাওয়া।

শেয়ার করুন: