মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহ

যে কারণে বার্সায় যাননি সালাহ, জানা গেল আসল কারন!

বার্সেলোনা-ত্রয়ী বলা হতো মেসি, নেইমার ও সুয়ারেজকে। প্রতিপক্ষ শিবিরে তারা ত্রাস সৃষ্টি করত তারা। কিন্তু হঠাৎ বার্সা ছেড়ে পিএসজিতে রেকর্ড অর্থে যোগ দিলেন নেইমার।

এর কারণ হিসেবে শোন গিয়েছিল, মেসির ছায়ায় নিজেকে মেলে ধরতে পারছিলেন না এই ব্রাজিলীয় সুপারস্টার। এবার একই কারণে বার্সেলোনায় যোগ দিতে চাননি সালাহ।

হ্যাঁ, মেসির মতো মহাতারকা যে ক্লাবে থাকবেন, সেখানে আর কারো দিকে নজর পড়বে না ফুটবলপ্রেমীদের। তাই নাকি বার্সায় যেতে চাচ্ছেন না মিসরীয় সুপারস্টার সালাহ।

ডন ব্যালনের বরাত দিয়ে এতে বলা হয়েছে, 'বার্সেলোনায় মেসি যে পজিশনে খেলে, একই পজিশনে খেলে সালাহ। তাই লিভারপুলে খেলাই তার জন্য এই মুহূর্তে ভালো হবে। তাছাড়া এই ক্লাবের মধ্যমণি হয়ে থাকতেই পছন্দ করছেন তিনি। কারণ লিভারপুলের সমর্থকরা তাকে অসম্ভব পছন্দ করেন।

স্টোক সিটি থেকে সুইজারল্যান্ডের বিশ্বকাপ তারকা জারদান শাকিরিকে দলে ভিড়িয়েছে লিভারপুল। পাঁচ বছরের চুক্তিতে ১৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে শাকিরিকে দলভূক্ত করেছে লিভারপুল। মার্সিসাইড ক্লাবের হয়ে চলতি গ্রীষ্মে এটি তৃতীয় চুক্তি।

২০১৪ সাল থেকেই লিভারপুলের নজরে ছিলেন সুইস এই তারকা উইঙ্গার। শাকিরি নিজেও এনফিল্ডে খেলার ব্যপারে বেশ আগ্রহী ছিলেন। লিভারপুলের ওয়েবসাইটে এ সম্পর্কে শাকিরি বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি দারুণ খুশি।

এটি একটি বিশাল ক্লাব, যার সমৃদ্ধ ঐতিহ্য আছে। এখানকার খেলোয়াড়, কোচ সবাই অসাধারণ। সে কারণেই এমন একটি ক্লাবে খেলতে পারাটা সত্যিই সৌভাগ্যের। একজন খেলোয়াড় হিসেবে প্রত্যেকের ইচ্ছা থাকে একটি বড় ক্লাবে খেলার।

বেশ কয়েক বছর আগে আমি এখানে আসতে চেয়েছিলাম। কিন্তা কোন কারণে তা হয়নি। আমি এখানে নিজের পারফরমেন্সের উন্নতি করতে চাই। আমি সেরা হতে চাই, শিরোপা জিততে চাই। সেজন্যই আমি এখানে এসেছি।’

২০১৫ সালে ইন্টার মিলান থেকে স্টোক সিটিতে গিয়েছিলেন শাকিরি। সেখানে ৯২ ম্যাচে তিনি ১৫ গোল করেছেন। গত মৌসুমে প্রিমিয়ার লীগ থেকে রেলিগেটেড হয়েছে স্টোক সিটি। রাশিয়া বিশ্বকাপে শাকিরি সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সুইজার‌্যাল্যান্ডের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন।

লিভারপুর বস জার্গেন ক্লপ বলেছেন, শাকিরি এমন একজন খেলোয়াড় যে পুরো দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। কারণ সে ভিন্ন ভিন্ন পজিশনে খেলার যোগ্যতা রাখে।

এফসি বাসেলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা শাকিরি ২০১২ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন। সেখানে আড়াই বছর কাটানোর পরে ছয় মাসের জন্য ইন্টার মিলানে পাড়ি জমান। সুইজার‌্যান্ড ও জার্মানিতে তিনি লিগ শিরোপা ছাড়াও বায়ার্নের হয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।

শেয়ার করুন: