নতুন ১০০ টাকার নোটের পিছনে এই ছবিটি কীসের?

১০০ টাকার নোটের পিছনে- বাজারে এসেছে নতুন ১০০ টাকার নোট। আর সেই নোটে রয়েছে বিশেষ কিছু ফিচার। নোটের পিছনের দিকে রয়েছে এক ঐতিহাসিক স্থানের ছবি। বেগুনি নোটের পিছনে ওই ঐতিহ্যবাহী ছবিটি আদলে কীসের?

এটি একটি ‘ভাভ’ বা স্নানের জায়গা। যাকে স্টেপওয়েলও বলা হয়। ১০৬৩ সালে বানানো হয়েছিল এটি। রাজা প্রথম ভীমদেবের স্মৃতিতে এই ভাভ তৈরি করেন তাঁর স্ত্রী রানি উদয়মতী। ১৯৮০ সালে এটির খোঁজ পান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। একেবারে পূর্ববর্তী অবস্থাতেই পাওয়া যায় সেই ভাভ।

বিজ্ঞান মেনেই তৈরি করা হয়েছিল সেই ভাভ। সিঁড়ি নেমে গিয়েছে জল পর্যন্ত। ছিল আদর্শ ভেন্টিলেশনের ব্যবস্থা। ঠাণ্ডা হাওয়া বয়ে যেত এর ভিতর দিয়ে। এই ভাভের মূল বিষয় হল ‘দশাবতার’ অর্থাৎ ভগবান বিষ্ণুর দশ অবতার। এর মধ্যে ছিল বুদ্ধদেবও।

শেয়ার করুন: