ইসরাইল সেনাবাহিনী

ইসরাইলি সেনারা কেন আত্মহত্যা করছে?

ইসরাইল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে। সীমান্তে মোতায়েনকৃত ওই সেনা সদস্য নিজের মাথায় গুলি চালিয়ে বৃহস্পতিবার আত্মহত্যা করে। ইসরাইলের একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম আইআর। খবরে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি সেনাদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে আত্মহত্যাই। তেল আবিবের একটি সামরিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার গাজা সীমান্তে মোতায়েনকৃত ওই সেনা মাথায় গুলি করার পর মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর মেডিকেল টিম ওই সেনাকে বাঁচানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর তিনি মারা যান।

ইসরাইলি গণমাধ্যম আত্মহত্যাকারী সেনার পরিচয় প্রকাশ না করে জানিয়েছে, ওই সেনা সদস্য কেন আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে তা উদ্ঘাটন করতে তদন্ত শুরু করেছে ইসরাইলের সেনাবাহিনী। এর আগে গত ৮ জানুয়ারি ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আত্মহত্যাই তাদের সেনাদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। গত বছর ইসরাইলের ১৫ সেনা আত্মহত্যা করে। আত্মহত্যাকারী সবাই পুরুষ সেনা ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন: