কোটা সংস্কার আন্দোলন

‘মাননীয় প্রধানমন্ত্রী, রাশেদতো আপনার সন্তানেরই মতো’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এক মানববন্ধনে নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অশ্রুসিক্ত কণ্ঠে আকুতি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের পিতা-মাতা। মানববন্ধনে রাশেদের মা সালেহা বেগম বলেন, আমার ছেলে তো কারো ক্ষতি করেনি। কোন অন্যায় করেনি সে। তাহলে কেন তাকে পুলিশ ধরে নিয়ে গেল। তিনি বলেন, অনেক বড় বড় দুর্ধর্ষ আসামিকেও রিমান্ডে নেয়া হয় না।

কিন্তু আমার ছেলেকে জিজ্ঞাসার নামে ১৫টা দিন রিমান্ডে নেয়া হয়েছে। আমার ছেলে রাশেদ রাজনীতির সঙ্গে জড়িত না। সে কোনো অপরাধ করেনি। ওর আব্বু সারা জীবন রাজমিস্ত্রীর কাজ করে ওকে পড়ালেখা করিয়েছে। ওতো শুধু চাকরিই চেয়েছিল। প্রধানমন্ত্রীর সন্তানের মতো সে। দয়া করে আপনি আমার সন্তানকে মুক্ত করে দিন।

অশ্রুসিক্ত চোখে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গাগলপ্রায় মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও তো মা। আপনারও তো সন্তান আছে। রাশেদতো আপনার সন্তানেরই মতো। সে তো একজন সাধারণ ছাত্র। তাহলে কেন সে আজ কারাগারে মরবে। তাকে মুক্ত করতে একমাত্র আপনিই পারেন। দয়া করে আপনি আমার ছেলেকে মুক্ত করে দিন। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। আমি আমার সন্তানকে ফেরত চাই।

এ সময় রাশেদের পিতা নবাই বিশ্বাস বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। আমার সকল জমি-জমা বিক্রি করে ওকে আমি ঢাকায় পড়ালেখা করিয়েছি। তবুও আজ আমার ছেলে সেই রাজনীতির শিকারে পরিণত হয়েছে। সে তো খারাপ কিছু করেনি। সে তো শুধু চাকরির জন্যই আন্দোলনে নেমেছিল। কিন্তু আজ তাকে পুলিশ ধরে নিয়ে গেল। আমি সারা জীবন রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালালেও আমাকে ও আমার সন্তানকে এখন জামায়াত-শিবির ও জঙ্গি বলা হচ্ছে। তিনি বলেন, আমি বা আমার সন্তান কেন, আমাদের পরিবারের কেউ-ই কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, নেই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। আপনিই আমাদের ভরসা। আপনিই পারেন আমার ছেলেকে ফিরিয়ে দিতে। আপনি আমার ছেলে রাশেদসহ কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া সকলকেই মুক্ত করে দিন। ঘুষ-দুর্নীতি বন্ধ ও কোটা সংস্কার আন্দোলনে আটককৃতদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সভাপতি আ.স.ম শফিউল্লাহ বলেন, আমি এই কোটা প্রক্রিয়ার ঘোর বিরোধিতা করছি।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশের মানুষকে মুক্ত করার উদ্দেশে। কিন্তু দেশের মানুষ আজও পুরোপুরি স্বাধীন না। তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে, দেশের প্রতিটি নাগরিকই সমান অধিকার পাবে। তাহলে এখানে কোটার প্রয়োজনটা কোথায়। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাদের জন্য আরোপিত ৩০ শতাংশ কোটা কমিয়ে ৫ শতাংশে আনতে হবে, জেলা কোটা ১০ শতাংশকে কমিয়ে ৫ শতাংশে,

নারী কোটা ১০ শতাংশ থেকে ৫ শতাংশে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০ শতাংশ কোটাকে ৫ শতাংশে এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা আছে তা বহাল রেখে মোট ২১ শতাংশ কোটা ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী ভারত এতো বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে ২২ শতাংশ কোটা বহাল রয়েছে। তাই আমাদের দেশে কোটা ২১ শতাংশ হলেও তা হবে অনেক।

শেয়ার করুন: