ইমরানকে যুক্তরাষ্টে যেতে দেওয়া হলো না, যা লিখলেন ফেসবুকে

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হলো না। বিমানে ওঠার আগে তাকে ইমিগ্রেশন আটকে দিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

ইমরান এইচ সরকার জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকেলে তিনি বিমানবন্দরে যান।সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দিয়ে জানায়, উপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না।

ইমরান জানান, কী কারণে তাকে আটকানো হচ্ছে জানতে চাইলে ইমিগ্রেশনের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেন নি।

এ বিষয়ে শুক্রবার গভীর রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইমরান বলেন, প্লেন থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা স্পষ্টভাবেই নাগরিক অধিকারের লঙ্ঘন। দেশে ন্যূনতম গণতন্ত্র নেই, সরকারের এই আচরণে এটাই প্রমাণিত হয়। আমি সরকারের এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই।

শেয়ার করুন: