অপু বিশ্বাস

ঈদের পর শ্বশুরবাড়িতে ঢোকার রাস্তা খুঁজবেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। অনেকদিন পর তিনি নতুন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন। নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। গত সপ্তাহের শুরুতে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে এ ছবির দৃশ্যধারণের কাজে অংশ নেন ছবির নায়ক বাপ্পি চৌধুরী। এরপর এর কাজে মনোনিবেশ করেন অপু বিশ্বাস। জানা গেছে, এরইমধ্যে প্রথম অংশের শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। তিনি বললেন, ছবির কাজটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।

এদিকে, ছবির গল্পে অপুর চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, বহুদিন পর ক্যামেরার সামনে কাজ করে বেশ ভালোই লেগেছে। ছবিতে আমার চরিত্রের নাম থাকছে ঈশানা। মা-বাবার আদর পাওয়া একটি মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। সেখানে দেখানো হবে ভীষণ জেদি একটা মেয়ে।

এরইমধ্যে ছবিটির প্রথম অংশের কাজ এফডিসিতে শেষ হয়েছে। এতে বাপ্পির চরিত্রের নাম থাকছে আবীর। ভীষণ চতুর একটা ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি। জুনের প্রথম সপ্তাহে বা ঈদের পর এ ছবির দ্বিতীয় অংশের কাজ শুরু হবে।

পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, তারা দু’জনই ভালো অভিনয়শিল্পী। দু’জনের বোঝাপড়া চমৎকার। মানিয়েছে বেশ ভালো। নতুন জুটি হিসেবে কোনো জড়তা ছিল না। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন।

প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সে সময়ের আলোচিত জুটি শাবনূর ও রিয়াজ।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি ছিল ‘শ্বশুরবাড়ির ভেতরের নানা ঘটনা নিয়ে। কিন্তু এই ছবিটি হচ্ছে শ্বশুরবাড়ির বাইরের বিভিন্ন ঘটনা নিয়ে। তবে শ্বশুরবাড়িতে ঢোকার জন্য নানা ঘটনা নিয়ে এর গল্প সাজানো হয়েছে, জানালেন ছবির নির্মাতা।

শেয়ার করুন: