গোল্ডেন বুট যিনি জিতলেন…

গোল্ডেন বুট যিনি জিতলেন- ইংলিশ অধিনায়ক হ্যারি কেনই জিতলেন গোল্ডেন বুট। রাশিয়া বিশ্বকাপে তিনিই সেরা গোলদাতা। টুর্নামেন্টে ছয়টি গোল করেছেন তিনি।

তার দল চতুর্থ অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে। ছয়টি গোলের মধ্যে হ্যারি কেনের একটি হ্যাটট্রিক রয়েছে। গত শনিবার (১৪ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে যায় ইংলিশরা।

সেরা গোলদাতাদের তালিকায় হ্যারি কেনের পর ছিলেন- ফ্রান্সের অ্যান্তোনি গ্রিজম্যান, বেলজিয়ামের রোমেলু লুকাকু, রাশিয়ার ডেনিস চেরিশেভ, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফ্রান্সের কাইলিয়ান এমবাপ্পে। পাঁচজনই চারটি করে গোল করেছেন।

এবারের বিশ্বকাপে লিওনেল মেসি ছিলেন অনুজ্জ্বল। তার দল আর্জেন্টিনা বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকে। তিনি করেন একটি গোল। ব্রাজিল তারকা নেইমার করেন দুইটি গোল। ব্রাজিল বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল পর্বে। গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।

শেয়ার করুন: