বিশ্বকাপ জয়ের আশার নিয়ে এসেছিলেন মস্কোয়ে ৷ টিমের সবাইকে উৎসাহ দিয়েছিলেন ৷ ড্রেসিং রুমে গিয়ে কথাও বলেছিলেন রাকিতিচ, মাঞ্জুকিচদের সঙ্গে ৷ ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠার পর আশা জাগিয়েছিল ক্রোয়েশিয়া টিম ৷
তাই কলিন্দা গ্রেবার মাঠে ছিলেন অনেক উৎসাহ নিয়ে ৷ দেশের প্রথম বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টও ৷ কিন্তু রবিবারের সন্ধে হতাশ করেছে তাঁকেও ৷
দীর্ঘ এক মাস ও ৬৪ ম্যাচের লড়াই শেষে বিশ্বকাপের শ্রেষ্টত্বের মুকুট উঠল ফ্রান্সের হাতে। দলীয় শিরোপা ছাড়াও পুরো আসর জুড়ে চলছিলো ব্যক্তিগত শিরোপারও দ্বৈরথ। রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার নেপথ্যে অসামান্য অবদান মড্রিচের। এখন পর্যন্ত ২ গোল করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে নিশানাভেদে তা পুষিয়ে দেন।
এবারের বিশ্বকাপে সবচেয়ে দৌড়ে খেলা ফুটবলার তিনিই। ৬ ম্যাচে দৌড়েছেন ৬৩ কিলোমিটার। এখানেই শেষ হলে ভালো হতো। ক্রোয়াটদের ৬ ম্যাচের ৩টিতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এবার আর কোনো খেলোয়াড়ের হাতেই তা উঠেনি।
তবে পারফরম্যান্স বিবেচনায় কয়েকজনকে এগিয়ে রাখা হয়েছিলো এ তালিকায়। সেই তালিকায় সবার উপরে ছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। যিনি তার দেশকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছেন।
ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড় কালিয়ান এমবাপে, বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড ও ফ্রান্সের আরেক ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজমানকেও রাখা হয়েছিলো সম্ভাব্যদের তালিকায়।