মেসি

চলতি মাসেই বাংলাদেশে আসছেন মেসি

চলতি রাশিয়া বিশ্বকাপ থেকে সদ্য বাড়ি ফিরে গেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপে টেনে টুটে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলেও শেষ ষোলেত ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তার দল।

আর চলতি বিশ্বকাপেই জানা গিয়েছিলো বাংলাদেশ সফরে আসছে মেসি। এবার সেটা সত্যি হতে চলেছে চলতি মাসে। প্রিয় তারাকে কাছে থেকে দেখতে পারবে সবাই। দ্বিতীয় বারের মত বাংলাদেশে আসছেন লিওনেল মেসি।

এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা দলের হয়ে নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য বাংলাদেশে এসেছিলেন বার্সেলোনার এ তারকা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে।

এদিকে আগামী ২২ জুলাই বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পর্যবেক্ষণের জন্যে ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে আসছেন তিনি। বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা শরনার্থী শিবিরে তিনি ৪ ঘন্টা সময় কাটনোর কথা রয়েছে।

শেয়ার করুন: