রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের সাত তলা থেকে পড়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বসুন্ধরা সিটির ডামি তালগাছের নিচে যুবককে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
বসুন্ধরা সিটির নিরাপত্তাকর্মী জাহিদ মাহমুদ জানান, আজ সাপ্তাহিক বন্ধ। তবে সিনেপ্লেক্স খোলা। তাঁর ধারণা, সাততলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। সাততলায় ওই যুবকের মোবাইল-স্যান্ডেল রয়েছে। তেজগাঁও থানার এএসআই ইকবাল হোসেন জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সপ্তম তলা থেকে কোনোভাবে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।