থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া বা আটকে থাকা খুদে ফুটবলারদের জন্য চমৎকার উপহারের ঘোষণা দিয়েছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় রাশিয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে দলটির কোচসহ মোট ১৩ জনের জন্য বরাদ্দ রাখা হবে ১৩টি আসন। কিন্তু তার আগে তো আটকে পড়া পুরো দলটিকে সুস্থ অবস্থায় উদ্ধার পেতে হবে গুহা থেকে।
জানা গেছে, গত দুই দিনে আটজনকে উদ্ধারের পর আজ মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো গুহায় থাকা বাকি পাঁচজনকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ডুবুরিরা।
ভারি বর্ষণে গত জুন মাসের ২৩ তারিখ খুদে ফুটবলারদের এই দলটি গুহায় আটকা পড়ে। পরে সপ্তাহখানেক আগে ব্রিটিশ কিছু ডুবুরি গুহার মুখ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে তাঁদের খুঁজে পান।
১১ থেকে ১৭ বছর বয়সী এই শিশুরা ওয়াইল্ড বোর্স নামে একটি ফুটবল দলের সদস্য। কোচের সঙ্গে ঘোরার উদ্দেশ্যে তারা ওই গুহায় গিয়েছিল বলে জানা গেছে।