উদ্ধারকৃত কিশোরদের নিয়ে এত গোপনীয়তা কেন?

থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার করা কিশোরদের নিয়ে গোপনীয়তার আশ্রয় নিচ্ছে দেশটির সেনাবাহিনী ও উদ্ধারকারীরা। এ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে দেশটিতে।

উদ্ধার কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে তাদের সঙ্গে এখনো পর্যন্ত কাউকে দেখা করতে দেয়া হয়নি। এমনকি তাদের বাবা-মাও দেখা করতে পারেনি।

উদ্ধারকারীরা এ পর্যন্ত যাদের উদ্ধার করেছেন, তাদের কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। তাই কাকে কাকে ঠিক উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি। স্বজনরাও নিশ্চিত নন যে ঠিক কোন ৫ জনকে বের করে আনা হয়েছে।

রয়টার্সের তাছে আটকে পড়া এক কিশোরের বাবা বলেন, আমরা হাসপাতালেও যেতে পারছি না। কোন বাচ্চাদের বের করা হয়েছে, তা আমাদের জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে শুধু বলা হচ্ছে, ঐ ৫ জন হাসপাতালে ভালো আছে, সুস্থ আছে।

তবে তাদের কোন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধার কিশোরদের আদৌ কোনো হাসপাতালে রাখা হয়েছে কি না তাও নিশ্চিত নয়। সেখান থেকে মাঝে মধ্যে হেলিকপ্টার যাতায়াত করছে।

এদিকে চ্যাং রাই প্রদেশের গভর্নর নারংসাক অসোতানাকর্ন বলেছেন, উদ্ধারকৃতরা তারা বেশ উৎফুল্ল। সকালে তারা বাসিল দিয়ে রান্না ভাত খেতে চেয়েছে।

তবে কেন তাদেরকে গোপনে রাখা হচ্ছে সে গভর্নর অসোতানাকর্ন বলেন, কিছু ঝুঁকির কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঝুঁকি কেটে গেলে বাবা-মায়েদের জানালার কাঁচের বাইরে থেকে তাদের ছেলেদের দেখতে দেওয়া হবে।

শেয়ার করুন: