দেখুন ৭ তারকা ফুটবলারের সুন্দরী প্রেমিকাদের!

বিশ্বজুড়ে বইছে বিশ্বকাপের হাওয়া। মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবলাররা। কিন্তু মাঠের বাইরে এদের প্রেরণা জোগান তাদের সুন্দরী প্রেয়সীরা। দেখে নিন বিশ্বসেরা ফুটবলারদের প্রিয়তমাদের।

রোজারিও-তে থাকতেই মেসির সঙ্গে সম্পর্ক তৈরি হয় অ্যান্টোনেল্লা রকুজোর। এর পরে মেসি স্পেন চলে যান। পরে ফিরে এসে তাকেই বিয়ে করেন মেসি। ক্যাসানোভা ইমেজ নিয়ে চলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বর্তমানে জর্জিনা রডরিগেজের সঙ্গে লিভ ইন করছেন রোনাল্ডো। স্পেনের ক্যাপ্টেন তথা রিয়্যাল মাদ্রিদের ফুটবলার সার্জিও রামোসের বউ পিলার রুবিও ফার্নান্ডেজ একজন স্প্যানিশ টিভি সঞ্চালক। জার্মানির ক্যাপ্টেন ম্যানুয়েল ন্যয়ার বিয়ে করেছেন নিনা উইসকে।

উরুগুয়ের ক্যাপ্টেন দিয়েগো গোডিন সোফিয়া হেরেরাকে ডেট করছেন বলে শোনা যায়। রাশিয়ার ক্যাপ্টেন ইগোর আকিনফিভের স্ত্রী একাটেরিনা আকিনফিভা। দু’জনের একটি সন্তানও রয়েছে।

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার মাত্র ১৯ বছর বয়সে বাবা হয়েছিলেন। তার প্রেমিকার তালিকা অনেক বড়। তিনি সুন্দরী ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা মারকুইজিনকে ডেট করেছেন।

শেয়ার করুন: