কোনো ষড়যন্ত্র? নাকি সত্য উন্মোচনের প্রচেষ্টা। জানা যাবে আজ। ব্রাজিল-মেক্সিকো ম্যাচের ঠিক আগের দিন জার্মান টিভি এআরডিতে প্রচারিত হবে ব্রাজিলিয়ান ফুটবলে ডোপিং নিয়ে বিশেষ ধারাবাহিক। জার্মান সাংবাদিক হজো সেপলেত তাঁর টুইটারে নিশ্চিত করেছেন এটা।
এর আগে ২০১৪ সালে এআরডিতেই প্রচারিত হয়েছিল রাশান অ্যাথলেটিক্সে সরকারি পৃষ্ঠপোষকতায় ডোপিং নিয়ে বিশেষ প্রতিবেদন। তাতে কেঁপে উঠে পুরো অ্যাথলেটিক্স দুনিয়া। এবার কি ব্রাজিলিয়ান ফুটবলের ডোপিং নিয়ে জানা যাবে বিস্ফোরক এ ধরনের কিছু। ব্রাজিলিয়ান ডাক্তার হুলিও আলভেস নাকি ব্রাজিলিয়ান অ্যাথলেটদের অননুমোদিত ড্রাগ সরবরাহ করে আসছেন দীর্ঘদিন ধরে।
তখন এ নিয়ে আলোচনা হয়নি তেমন। এবার আলোচনায় আসার জন্যই বিশ্বকাপে ব্রাজিলের নক আউট ম্যাচের আগের দিনটা বেছে নিয়েছে এই চ্যানেল।