বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করছে নেইমার জুনিয়র। বর্তমান বিশ্বের তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবেই ভাবা হচ্ছে তাকে। তবে ইনজুড়ি থেকে ফিরে এখনো পর্যন্ত পূর্বের সেই নেইমারকে দেখা যায়নি মাঠে।
আর এসব নিয়েই কথা বলেন ম্যারাডোনা। তিনি বলেন, বিশ্বকাপে নেইমারের পারফর্মেন্স এখনো অসাধারন কিছু নির্ধারন করেনি। তবে প্রতিপক্ষের দ্বারা বেশ কিছু বাজে ট্যাকলের শিকার হয়েছে।
ম্যারাডোনা বলেন, নেইমার হলো বিস্ময়। কিন্তু এখন তার মধ্যে কিছু মিস করছি। যদি সে ইনজুরি সম্পূর্ন কাটিয়ে উঠতে পারে তাহলে আমরা সেরা নেইমারকেই রাশিয়াতে দেখব।
নেইমারের উচিত তার নিজের সম্পর্কে জানা। সে এরই মধ্যে একবার হলুদ কার্ড দেখে ফেলেছে। তাই তার আরো সতর্ক হয়ে এবং মাথা ঠান্ডা রেখে খেলা উচিত।