আসিফ আকবর
আসিফ আকবর

একটা প্রেম দরকার মাননীয় সরকার

দুই বছর আগে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন আসিফ আকবর। কলকাতার শ্রী প্রীতমের সুরে গানটি তরুণদের মাঝে ভালো সাড়া ফেলে। পরিচালক শাহীন সুমন গানটি শুনেই সিদ্ধান্ত নেন, এই শিরোনামে একটি ছবি করবেন।

যোগাযোগ করেন শাকিব খানের সঙ্গে। শাকিবও ছবির নাম একবার শুনেই লুফে নেন। জানিয়ে দেন, অভিনয় করতে রাজি। অবশেষে ২৬ জুন হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিক মহরত হলো ছবিটির। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সবাই প্রশ্ন করেন, ছবির নাম ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ কেন? উত্তরে শাকিব বলেন, ‘এই ছবিটি কোনো রোমান্টিক গল্পের নয়; এটি দেশপ্রেমের ছবি। এই প্রেম কোনো গার্লফ্রেন্ডকে উদ্দেশ করে নয়, দেশকে উদ্দেশ করে।

আমরা প্রত্যেকে যেমন আমাদের পরিবারকে ভালোবাসি, তাদের প্রতি মায়া-মমতা দেখাই, তেমনি দেশের প্রতিও সেটা অক্ষুণ্ন থাকা উচিত। এই বক্তব্যই উঠে আসবে ছবিটিতে।’ শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলি ও নবাগতা মিথিলা। জুলাই থেকে শুটিং বলে জানিয়েছেন পরিচালক।

শেয়ার করুন: