কেন এত ‘ভয়’ ব্রাজিলের, কারণ জানলে ব্রাজিল ভক্তদের ঘুম হারাম হয়ে যাবে

গ্রুপ পর্বের পর্দা নামছে। ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-ইংল্য্যান্ডের মতো শিরোপাপ্রতাশী দলগুলো দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে। আপসেট ঘটেছে কেবল জার্মানির ক্ষেত্রে।

দক্ষিণ কোরিয়া বিপক্ষে অপ্রত্যাশিত হারে বিদায় ঘন্টা বেজে গেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। ফুটবলপ্রেমীরা ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে সেটা জেনে গেছে।

শেষ আটে যেতে হেভিওয়েট ব্রাজিল খেলবে মেক্সিকোর বিপক্ষে। মেক্সিকো নামটি শুনে অনেকে নাম সিটকাতে পারেন কারণ শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে উড়ে গেছে দলটি। তবে ব্রাজিলের কাছে এক আতঙ্কের নাম এই মেক্সিকো।

মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের দ্বৈরথটা বেশ পুরনো। দুদলের ২৩ সাক্ষাতে ব্রাজিলকে মাত্র ৭ বারই হারাতে পেরেছে ফুটবলের পাওয়ার হাউসখ্যাত দলটি। তাহলে এই মেক্সিকোকে কেন ভয় পাবে ব্রাজিল? কারণটা পরিস্কার করা যাক।

দুদলের সর্বশেষ ১৫ সাক্ষাতে ব্রাজিল জিতেছে মাত্র ৫ বার। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে নেইমারদের আটকে দিয়েছিল দলটি। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মতো দলকে হারিয়ে দেয় হার্নান্দেজ-মরিনোরা। বুঝতেই পারছেন, এই মেক্সিকোকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেলেসাওদের।

ইতিহাস থেকেই স্বস্তি নিতে পারে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে হলুদ জার্সিদের সর্বশেষ হারটা ২০১২ সালে। এরপর তিন সাক্ষাতে ব্রাজিল জয় পেয়েছে দুবার।

এছাড়া নেইমার-কুতিনহো-উইলিয়ান-পলিনহোদের দলটা এবার দারুণ। গ্রুপ পর্বে সার্বিয়া ও কোস্টারিকাকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় উঠে এসেছে তিতের শিষ্যরা।

০২ জুলাই বাংলাদেশ সময় রাত আটটায় সামারা অ্যারেনায় মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।

শেয়ার করুন: