রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্সকে হারালেও কোয়ার্টার এ বাদ পড়তে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা ফুটবলার।ফ্রান্সের বিপক্ষে যদি মেসি, মাসচেরানো, মার্কাদো, ওটামেন্ডি, বানেগা, আকুনিয়া হলুদ কার্ড পান আর দল যদি কোয়ার্টার ফাইনালে ওঠে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল মিস করবেন তারা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মেসি, মাশ্চেরানো, বানেগা রা একটি করে হলুদ কার্ড খেয়েছেন। এরই প্রতিক্রিয়া পড়তে পারে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে। ভূলক্রমে কেউ হলুদ কার্ড পেলেই মিস করবেন কোয়ার্টার ফাইনালের ম্যাচ।
যদি তারা কোয়ার্টার ফাইনালে ওঠে তখন আর আগের হলুদ কার্ডগুলোর কোন ভেল্যু থাকবে না। মানে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার পরেও যদি তাদের একটা হলুদ কার্ড থাকে তখন ওই হলুদ কার্ডটার ভেল্যু থাকবে না।
রাউন্ড অফ সিক্সটিনে ৩০শে জুন রাত ৮ টায় মুখোমুখি হোচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং একবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ সি তে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে ফ্রান্স। গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২ টি তে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুও চ্যাম্পিয়ন ফ্রান্স।