খেলার মধ্যে কি হয়েছিল মার্সেলোর

রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকেই ব্রাজিল দলের আশ-পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে শনির দশা! রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণার মাস তিনেক আগে থেকেই দু:সংবাদ ব্রাজিল দলে।

সেই সময় প্রথমে ইনজুরির কবলে পড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। নেইমারের পর আরেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস ইনজুরিতে পড়েন।

এবার বিশ্বকাপের মাঝপথেই এল আরো একটি ব্রাজিল ভক্তদের মন খারাপের খবর। তা হল সার্বিয়ার বিপক্ষে দলের সেরা ডিফেন্ডার মার্সেলোকে পিঠের ইনজুরির কারণে খেলার ১০ মিনিট না পেরোতেই হারাতে হয় সেলেসাওদের।

এবারের বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইনজুরিতে ছিটকে পড়লেন মার্সেলো। তবে মার্সেলোর ইনজুরি কতটা প্রভাব ফেলবে দলে তা এখন ও বলা যাচ্ছে না তবে জানা গেছে ইনজুরি খুব একটা গুরুতর নয়।

সার্বিয়ার মিডফিল্ডার সের্গেই মিলিনকোভিচের সাথে বল দখলের লড়াই চলার সময়ই পিঠে ব্যথা অনুভব করেন তিনি। শুরুতে তেমন কিছু মনে না হলেও যখনই বুঝতে পারেন সিরিয়াস ব্যথা, তখনই মাঠ ছাড়েন।

তার আগেই নেইমার ছুটে আসেন তার কাছে। তিনিও বুঝতে পারেন খেলা চালিয়ে যাওয়া মার্সেলোর পক্ষে সম্ভব নয়। মাঠ ত্যাগ করার সময় অঝোরে চোখের জল ফেলতে দেখা যায় তাকে।

ব্রাজিল কোচ তিতে তার বদলি হিসেবে ফিলিপে লুইসকে মাঠে পাঠান। এবারের বিশ্বকাপে এটি লুইসের অভিষেক ম্যাচ। ব্রাজিল দলে এর আগে ইনজুরির হানার শিকার হয়েছেন দানিলো ও ডগলাস কস্তা।

সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন দানিলো। কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেই ইনজুরিতে পড়েছেন ডগলাস কস্তা। তার ফেরার কথা কিছু বলা যাচ্ছে না। আর এবার ইনজুরিতে পড়লেন ব্রাজিলের অন্যতম সেরা তারকা মার্সেলো।

যদিও গুরুতর ইনজুরিতে পরা ব্রাজিলিয়ান তারকা মার্সেলো সুস্থ হতে কতদিন সময় লাগবে তা এখনো জানানো হয়নি। মার্সেলো যেভাবে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তাতে আশঙ্কা করা হচ্ছে তার বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে এই ইনজুরিতে।

কারণ এ ধরণের ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরতে সর্বোচ্চ দুই সপ্তাহের মতো সময় লাগে। তবে ইনজুরির মাত্রা কম হলে দ্রুত মার্সেলো দলে ফিরতে পারেন। মার্সেলোর ইনজুরির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার পরই বলা যাবে চলমান বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো তিনি খেলতে পারবেন কিনা।

ব্রাজিল দলের কর্তৃপক্ষের পক্ষ খেকে মার্সেলো ভক্তদের জন্য সুখবর হলো, মার্সেলোর প্রাথমিক চিকিৎসা এবং কিছু ওষুধ নেওয়ায় তার ব্যথা কিছুটা কমেছে। হয়ত দ্রুতই মাঠে ফিরবেন মার্সেলো এমনটাই প্রত্যাশা ব্রাজিল ভক্ত, সর্মথকদের।

রাশিয়া বিশ্বকাপে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখল ব্রাজিল। বুধবার রাতে মস্কোতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল জিতেছে ২-০ গোলে। এর ফলে ই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটপর্ব নিশ্চিত করেছে দলটি।

শেয়ার করুন: