স্টার কিডদের মধ্যে অন্যতম তিনি। দ্যুতিময়। তিনি পথে বেরোলেই পাপারাজ্জিরা পিছু ছোটেন। নানা সময়ে সোশাল মিডিয়ায় তারা অনেক ছবি ভাইরাল হয়েছে। তিনি মানেই খবর, তিনি মানেই একটু অন্যরকম কিছু। তিনি সুহানা খান। বলিউড বাদশাহ শাহরুখ খানের এই অষ্টাদশী কন্যাকে নিয়ে তাই খবরের শেষ নেই।
সম্প্রতি তাঁর একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন সুহানা। সামনে বিস্তৃত নগরকাঠামো। তিনি দেখছেন। পেছন থেকে ওঠানো হয়েছে ছবিটা। সময়টা বিকেল। মৃদু-মিষ্টি আলোয় তোলা তাঁর ছবিটি পেয়েছে এক নান্দনিক সৌন্দর্য।
ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে সুহানা লেখেন, আজকের ছবি.....বিকেল। উল্লেখ্য, গত সপ্তাহে সুহানার যুক্তরাজ্যের আর্ডিংলি কলেজের একটি সেলফি বেশ প্রশংসিত হয়।