জার্মানির বিদায়!

দ্বিতীয়ার্ধে মেক্সিকোর জালে ৩ গোল দিয়েছে সুইডেন। অন্যদিকে যোগ করা সময়ে দক্ষিণ কোরিয়ার কাছে দুই গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানি-দক্ষিণ কোরিয়া

কাজানে বুধবার প্রথমার্ধের শুরু থেকে আক্রমণ করে খেলে জার্মানি তবে টিমো ভের্নার,মার্কো রয়েসরা গোলের তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেননি।

লাল কার্ডের জন্য জার্মান দলে নেই জেরোম বোয়াটেং, চোট কাটিয়ে উঠতে পারেননি আরেক ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তবে তার কোনো প্রভাব শিরোপাধারীদের রক্ষণে পড়েনি।

অষ্টাদশ মিনিটে মানুয়েল নয়ারের ব্যর্থতায় সুযোগ পেয়ে যায় দক্ষিণ কোরিয়া। মিডফিল্ডার জুং উ ইয়ংয়ের ফ্রি-কিকে বল জার্মান গোলরক্ষকের হাত থেকে ফস্কে যায়। তবে ছুটে গিয়ে সন হিয়ুং মিন শট নেওয়ার আগেই কোনোমতে ফিস্ট করে বল সরিয়ে দিতে পারেন নয়ার।

৪০তম মিনিটে কর্নার থেকে ভের্নারের কাট ব্যাকে বল পান মাটস হুমেলস। তার শট ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক চু হিয়ুং য়ু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত জার্মানি। দ্বিতীয় মিনিটে জসুয়া কিমিচের ক্রসে অরক্ষিত লেয়ন গোরেটস্কার হেড দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

৫১তম মিনিটে বিপদজ্জনক জায়গায় বল পেয়ে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ভের্নার। জার্মানি হারায় এগিয়ে যাওয়ার আরেকটি ভালো সুযোগ।

২০১০ সালে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে আগের আসরের চ্যাম্পিয়ন ইতালি। ব্রাজিলে গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি কখনও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি।

মেক্সিকো-সুইডেন

একাতেরিনবুর্গ অ্যারেনায় শুরু থেকে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি বেশিরভাগ সময় প্রতিপক্ষের রক্ষণে চাপও ধরে রাখে মেক্সিকো। তবে বিরতির আগে একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি পায় সুইডেন; কাছ থেকে মার্কুস বার্গের নেওয়া হেড কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া।

এই অর্ধে যা একটু উত্তেজনা ছড়ায় ৩০তম মিনিটে। মেক্সিকোর ডি-বক্সে তাদের ফরোয়ার্ড হাভিয়ের এরনান্দেসের হাতে বল লাগায় পেনাল্টির আবেদন করে সুইডেনের খেলোয়াড়রা। ভিডিও ফুটেজ দেখে ইচ্ছে করে হাতে লাগানোর প্রমাণ না পাওযায় পেনাল্টি দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় সুইডেন। ডান দিক থেকে মিডফিল্ডার ভিক্তর ক্লসনের বাড়ানো বল একজনের পায়ে লেগে উপরে উঠে যায়। ফাঁকায় পেয়ে জোরালো ভলিতে ওচোয়াকে পরাস্ত করেন ডিফেন্ডার লুদভিক আউগুস্তিনসন।

আর ৬২তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত। ডি-বক্সে বার্গকে ডিফেন্ডার এক্তর মোরেনো ফাউল করলে পেনাল্টিটি পায় সুইডেন।

৭৪তম মিনিটে সৌভাগ্যবশত তৃতীয় গোলটি পায় সুইডেন। গোলমুখে আসা ক্রস মেক্সিকোর ডিফেন্ডার এদসন আলভারেস বিপদমুক্ত করতে ব্যর্থ হলে উল্টো বল তার হাতে লেগে জালে ঢুকে যায়।

শেয়ার করুন: