শাকিব খান
শাকিব খান

আমার ‘প্রিয়তমা’ পাশেই বসা: শাকিব খান

আবারো নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান ও শবনম বুবলী। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। মঙ্গলবার (২৬ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমাদের দেশে প্রচুর মেধাবী নির্মাতা আছেন। আমাদের দেশেও এখন অনেক ভালো গল্পের, বিগ বাজেটের ছবি তৈরি হচ্ছে। এখন শুধু প্রয়োজন যারা ভালো কাজ করতে চান তাদের সহযোগিতা করা।’

ছবিটির নাম নিয়ে শাকিব বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এটি কোন ধরনের নাম! কিন্তু নামটি আমার কাছে খুবই ইন্টারের্স্টিং মনে হয়েছে।

নামটির মধ্যে অন্যরকম একটি বিষয় রয়েছে। আসলে এটি খুব ভালো মানের ছবি হচ্ছে। আশা করছি আমরা ইউনিটের সবাই প্রেম দিয়ে একটি সুন্দর ছবি সবাইকে উপহার দিতে পারবো।’

নিজের প্রযোজনা সংস্থা থেকে ছবি নির্মাণ করছেন উল্লেখ্য করে শাকিব খান বলেন, ‘আমি ইতোমধ্যে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘প্রিয়তমা’ নামের বিগ বাজেটের ছবি নির্মাণ করতে যাচ্ছি। আমার প্রিয়তমা আমার পাশেই বসা।’ ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে নায়িকা হিসেবে আরো অভিনয় করেছেন সুচিস্মিতা মৃদুলা।

শেয়ার করুন: