জমে উঠেছে বিশ্বকাপ। সেই সাথে জমে উঠেছে নকআউট পর্বে ওঠার হিসেব-নিকেশ। গ্রুপ এফ থেকে মেক্সিকো এগিয়ে থাকলেও কাগজে কলমে কোন দলই এখনও পুরোপুরি নিশ্চিত করেনি নকআউট পর্ব।
অনেক যদি কিন্তুর হিসেব নিকেশ নিয়েই গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে জার্মানি। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয় পেতেই হবে ডাইম্যানশাফটদের। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার আসরে টিকে থাকতে হলে বড় ব্যবধানে জিততে হবে এ ম্যাচ। বুধবার কাজান অ্যারেনায় দু'দলের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
কে ভেবেছিলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির নকআউট পর্বে ওঠার সমীকরণটা এত যদি কিন্তুর সূতোয় ঝুলবে? না ভাবলেও হয়েছে তাই। এফ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করতে হলে মেক্সিকোর বিপক্ষে যেমন হারতে হবে সুইডেনকে।
তেমনি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হবে জার্মানিকে। অন্যদিকে, শূন্য পয়েন্ট নিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার আশার আলো বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে তাদের জিততে হবে বড় ব্যবধানে।
সুইডেনের সাথে গোল ব্যবধানটাও সমান জার্মানিদের। তাই এ ম্যাচে গোল ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে হবে ডাইম্যানশাফটদের। আগের ম্যাচে অতিরিক্ত সময়ে টনি ক্রুসের করা গোল বাচিয়েঁ রেখেছে জার্মানদের বিশ্বকাপের স্বপ্ন।
তাই এ ম্যাচে ততটাই সতর্ক থাকবে হবে জোয়াকিম লোর শিষ্যদের। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিনবারের দেখায় জার্মানি জিতেছে দুবার। যার দুবারই বিশ্বকাপের মঞ্চে। তাই ওয়ারিয়র্সদের বিপক্ষে কোচের ফরমেশনটা হতে পারে ৪-২-৩-১-এর।
সাসপেনশনের কারণে বোয়েটাং-কে না পেলেও, টনি ক্রুস, মার্কো রিউস, থমাস মুলার, মেসুত ওজিলদের নিয়ে ফেবারিট হয়েই মাঠে নামবে জার্মানি। আর গোলপোস্টের অতন্দ্র প্রহরী ম্যানুয়েল নয়্যার তো আছেনই জার্মানির দুর্গ আটকাতে।
অন্যদিকে জার্মানদের আটকাতে দক্ষিণ কোরিয়ান কোচ শিন তায়ে-ইয়ং তার শিবির সাজাচ্ছেন ৪-২-৩-১ এ। আর সেই একাদশের লিড দেবেন সন হিয়ং মিন। পার্ক জো হু-র অনিশ্চিয়তায় তার স্থলাভিষিক্ত হতে পারেন কিম উইন-মু। বিশ্বকাপের মঞ্চে গেলো ৫ ম্যাচে জয়হীন দক্ষিণ কোরিয়া। তাই এ ম্যাচে সেই গেরো খুলতে চাইবে এশিয়ার প্রতিনিধি দলটি।