'কুফা লাগানো' ব্যাপারটা এখন মজার ছলে ব্যবহৃত হলেও একসময় এর ব্যাপক গুরুত্ব ছিল। এখনও পিছিয়ে থাকা কিছু সমাজে কোনো মানুষকে 'ডাইনি' উপাধি দিয়ে 'দূর্ভাগ্যের প্রতীক' হিসেবে চিহ্নিত করা হয়।
নাইজেরিয়ার বিপক্ষে আজ মঙ্গলবার রাতের বাঁচা-মরার ম্যাচের আগে আর্জেন্টাইন সমর্থকেরা খুঁজে পেয়েছে এমন এক 'কুফা'! এই কুফা কোনো মানুষ নয়; মরুভূমির বাসিন্দা উট! শাহীন নামের এই উট ফুটবলবিশ্বে মোটামুটি পরিচিত। ২০১৪ বিশ্বকাপে এই উট বিভিন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তবে বেশিরভাগ ভবিষ্যদ্বাণী না মেলায় অক্টোপাস 'পল' এর মতো বিখ্যাত হতে পারেনি শাহীন।
এজন্যই তার ওপর রাশিয়া বিশ্বকাপে বেজায় চটে গেছে আর্জেন্টাইন ফ্যানরা। কারণ, নাইজেরিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ‘বিজয়ী’ হিসেবে ভবিষ্যদ্বাণী করেছে শাহীন! ইতিহাস বলে, শাহীনের অধিকাংশ ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। চলতি রাশিয়া বিশ্বকাপেও তার এই ভূয়া ভবিষ্যদ্বাণী অব্যাহতর রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির প্রথম ম্যাচে সে ভুল ভবিষ্যদ্বাণী করেছে।
আজ বাংলাদেশ সময় রাত ১২টার ম্যাচটিতে শাহীন বিজয়ী হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা দলকে! শাহীনের অনুমান বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ায় আর্জেন্টিনা ভক্তরা এখন চাইছে, সে যেন আর মেসিদের জয়ী ঘোষণা না করে। এতে উল্টো কুফা লেগে যাবে! মাঠের খেলায় আসলে কী হবে, সেটা জানা যাবে রাত ১২টার পর।