মেয়র প্রার্থী খুন: নগর পুলিশের পুরো ফোর্স আটক!

মেক্সিকোর ওকাম্পো শহরে এক মেয়র প্রার্থী খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওকাম্পো নগর পুলিশের পুরো ফোর্সকে আটক করা হয়েছে। রবিবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। অজ্ঞাত বন্দুকধারীরা ওকাম্পোর মেয়র প্রার্থী ফারনান্দো অ্যাঞ্জেলস জুয়ারেজকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করে।

ওই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওকাম্পোর ২৭ পুলিশ কর্মকর্তার সবাইকে আটক করে ফেডারেল বাহিনী। স্থানীয় সরকারি নিরাপত্তা সচিবকেও একই অভিযোগে আটক করা হয়। আটকের পর তাদের হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

অ্যাঞ্জেলস একজন সফল ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি মেক্সিকোর অন্যতম প্রধান রাজনৈতিক দল পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভ্যুলেশনে (পিআরডি) যোগ দেন তিনি।

শেয়ার করুন: