ক্রোয়েশিয়র বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়ারভ দরুন আর্জেমটিনার একটি টিভি চ্যানেলের সাংবাদিকগন ১ মিনিট নিরাবতা পালন করেছেন।ক্রয়েশিয়ার সাথে হারের পর আর্জেন্টিনার অবস্থা একেবারেই সোচনীয়।
বলতে গেলে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হতে চলেছে।এটা যেন আর্জেন্টিনা বাসির জন্য স্বজন হারানোর ব্যথার মত।তাই যখন আর্জেন্টিনা হেরে যায় টা কে মৃত্যু শোকে মনে করে,এক মিনিট নীরবতা পালন করেছেন আর্জেন্টিনার সাংবাদিকেরা।
জানা যায় বিশ্বকাপের মেসিদের হারে পরের দিনের ঘটনা।আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস চ্যানেলের আলোচকেরা এমন অবাক কাণ্ডই করে দেখানেন।তারা ধরেই নিয়েছে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বিদায় নিয়েই ফেলেছে।আর এটা মানে আর্জেন্টিনা ফুটবলের মৃত্যু।
এবারে বিশ্বকাপে বিশ্বকাপের খরা কাটাতে মেসির নেতৃত্বে ৩২ সদস্য নিয়ে রাশিয়া যায় আর্জেন্টিনা দল। আর ক্রোয়েশিয়ার সাথে হার মেসিদের যেন একেবারে খাদের কিনারায় এনে ফেলেছে।তবে মেসিদের শেষ ম্যাচ জিতলেই চলবেনা।চেয়ে থাকতে হবে অন্যদলের ফলাফলের উপর।
মেসিরা যদি শেষ ম্যাচ নাইজেরিয়ার সাথে জিততে পারে তবুও তাদের অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।তবে নাইজেরিয়ার সাথে যদি মেসিরা বেশি গোলের ব্যবধানে জয় আনতে পারে সেক্ষেত্রে সমীকরণ অন্যরকম হতে পারে।তবে এক্ষেত্রে ক্রোয়েশিয়া যদি আইসল্যান্ডকে হারিয়ে দেয়।আবার নাইজেরিয়া ও আইসল্যান্ডের খেলায় যদি ড্র হয়।