নেইমারের সন্তানের আসল পরিচয় কী?

রাশিয়া বিশ্বকাপে শুরুটা একটু নড়বড়ে হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই জাত চিনিয়েছেন তিনি। শুধু ব্রাজিল নয়, তার দিকে তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব।

গত বিশ্বকাপের মাঝ পর্বে তার চোট কাঁদিয়ে দিয়েছিল সবাইকে। এবার বিশ্বকাপের আগে বড় ধরণের চোট পেলেও সেটা কাটিয়ে উঠেছেন। ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার সম্পর্কে কিছু অজানা তথ্যে এবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

বাবা নেইমার ডি'সিলভা ছিলেন বড় মাপের ফুটবলার। বাবার পথেই হেঁটেছেন জুনিয়র। সাও পাওলোর বিপক্ষে ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার। মাত্র ১১ বছর বয়সে সুযোগ পান জুনিয়র দলে। মাত্র ১৪ বছর বয়সে উড়ে গিয়েছিলেন স্পেনের রিয়াল মাদ্রিদে। কিন্তু সেই ক্লাবে যোগ দেওয়ার আগেই তাকে দলে নেয় স্যান্টোস।

মাত্র ১৯ বছর বয়সে একটি শিশু দত্তক নিয়ে সবাইকে অবাক করে দেন এই ওয়ান্ডার বয়। শিশুটির নাম দাভি লুকা। যদিও শিশুটির মায়ের নাম কোনোদিনই প্রকাশ্যে আনেননি নেইমার।

শোনা যায়, ছেলেটি নেইমারের সাবেক বান্ধবী ক্যারেলিনা দানতাসের। এর মধ্যেই বিখ্যাত স্পোটসপ্রো ম্যাগাজিনের ২০১২ এবং ২০১৩ সালে সব থেকে দামি ক্রীড়াবিদের স্বীকৃতি পান নেইমার। পেছনে ফেলে দেন উসাইন বোল্ট, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের।

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে যোগ দেন ফরাসি লিগের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবে। ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলার কথা তার। বার্ষিক চুক্তি প্রায় ৩৬০ কোটি টাকার। এই মুহূর্তে বিশ্বের যে কোনো ফুটবলারের থেকে বেশি টাকা নেইমারই পাচ্ছেন। যদিও তার দলবদল নিয়ে জোর গুঞ্জন চলছে।

আরেকটি ব্যাপার হয়তো অনেকেই ভুলে গেছেন, ব্রাজিলীয় পপ মিউজিকের প্রচারেও কিন্তু নেইমারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তার নিজের বেশ কয়েকটি মিউজিক ভিডিও পর্যন্ত রয়েছে! বহু গুণের অধিকারী নেইমার এবার কি পারবেন ব্রাজিলের হেক্সা মিশন সফল করতে?

শেয়ার করুন: