রুদ্ধশ্বাস ম্যাচ একের পর এক আক্রমণ। শেষ মুহূর্তে সমস্ত উৎকণ্ঠা উড়িয়ে জোড়া গোল। এমন রুদ্ধশ্বাস ম্যাচে ভাইয়ের গোল দেখেই মূর্চ্ছা গেলেন রাফায়েলা বেকরান। এর পরে তাঁকে ক্রেসটোভস্কি স্টেডিয়ামের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হল।
ঘটনাচক্রে, রাফায়েলা বেক্রান হলেন নেইমার জুনিয়রের বোন। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার বোনের বেশ ঘনিষ্ঠ। দু’জনের সম্পর্ক বেশ ভাল। বোনের ছবি নিজের ডান হাতে ট্যাটুও করেছেন তিনি। মাঠে নেইমার সারাক্ষণই দাপালেন। কুটিনহোর গোলের পরে দ্বিতীয় গোল করেন নেইমারই।
ম্যাচের পরে মাঠে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ব্রাজিলীয় তারকাকে। মাঝে কোস্তারিকান ডিফেন্ডার জিয়ানকার্লো গঞ্জালেজের বিরুদ্ধে নেইমারকে করা ফাউলের আবেদনও বাতিল হয়ে যায়। ভিএআর সিস্টেমে নেইমারের ‘প্লে অ্যাক্টিং’ ধরা পরে যায়।
যাইহোক, সবমিলিয়ে চাপ বাড়ছিল নেইমারের উপরে। ম্যাচের পরে তাই আবেগের বিস্ফোরণ। পরে নিজের কান্নার ব্যাখ্যা দিতে গিয়ে নেইমার বলেন,
‘‘অনেকেই জানে না, এখানে পৌঁছতে আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। এই কান্নাটা ছিল আনন্দের। আমার জীবনে কোনও কিছুই সহজে আসেনি। স্বপ্ন এখনও দেখে চলেছি।’’ নেইমারের গোল দেখার আগে মাঠে ভাইয়ের খেলা দেখে তার আগেই মূর্চ্ছা গিয়েছেন তাঁর দিদি রাফায়েলা বেকরান।