প্যান্ট ছাড়া রাস্তায় বলিউড তারকা, ভিডিও ভাইরাল

প্যান্ট ছাড়া রাস্তায়- তেলুগু ছবির অভিনেত্রী পুনম পান্ডে। মডেল হিসেবেও তিনি বেশ পরিচিত। আর পোশাক-পরিচ্ছেদ নিয়ে মাঝে মধ্যেই তাকে বিতর্কের মুখে পড়তে দেখা যায়।

তাই এসব বিতর্ক নিয়ে তেমন একটা মাথা ঘামাতেও দেখা যায় না তাকে। কিছুদিন আগে হাতে ব্যাগ নিয়ে একটি হালকা নীল রঙের ডেনিম জিন্সের টি-শার্ট পড়ে বাসা থেকে বের হতে দেখা যায় এ বলিউড তারকাকে।

নাগপুর টুডের প্রতিবাদনে জানানো হয়, শার্টের সঙ্গে গোলাপি শেডের গগলস আর কালো হাই হিল জুতা পায়ে মুম্বাই শহরের রাস্তায় পুনমকে হাঁটতে দেখে অনেকেই তার ছবি তুলেন, কেউ-কেউ আবার সেলফি তুলতে এগিয়ে যান তার সঙ্গে। সেদিন পাপারাজ্জি ক্যামেরার ফ্রেম থেকেও বাদ পড়েননি তিনি।

ডেনিমের শার্ট পড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলতে প্রকাশ পেলে বারাবরেরে মতো ফের বিতর্কের মুখে পড়তে হয় পুনমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই ব্যঙ্গ করে বলেন, ‘পুনম পান্ডে বোধহয় শার্টের সঙ্গে প্যান্ট পরতে ভুলে গেছেন।’

এদিকে অনেকেই পুনমের এ পোশাক পরার বিষয়টিকে সাধুবাদ জানান। সেই সাধুবাদ জানানো কৌতুহলীদের মতে, এটা পুনমের নতুন স্টাইল।

সিনেমায় অভিনয়ের চেয়ে নিজের খোলামেলা পোশাক আর আবেদনময়ী কর্মকাণ্ডের জন্যই বেশি জনপ্রিয় পুনম পাণ্ডে। খোলামেলা ছবি ও ভিডিও আপলোড করে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইমলাইটে এসেছেন তিনি।

প্যান্ট ছাড়া ডেনিম শার্ট পরার কিছুদিন আগে শার্টকে কীভাবে একটা ‘হট’ ড্রেসে পরিণত করা যায় তার টিপসের ভিডিও ইন্টারনেটে পোস্ট করে কয়েক ঘণ্টায় লক্ষাধিক মানুষের দৃষ্টি করেন। এর আগেও বেশ কয়েকবার অর্ধনগ্ন হয়ে বিতর্ক তৈরি করেছেন পুনম।

শেয়ার করুন: