ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

রাজশাহীতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষহয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। বৃহস্পতিবার রাতে নগরীর ফায়ার বিগ্রেড মোড়ে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার কাছে হারার পর এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, গতবারের বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ ছিল। ওই ঘটনাকে কেন্দ্র একপক্ষ অপরপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি করলে সেখান থেকে পালিয়ে যায় আটক দুইজন।

শেয়ার করুন: