আর্জেন্টিনা

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারি ছিলেন সেই ইরমাতভ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল ক্রোয়েশিয়া। আর এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উজবেকিস্তানের রাভশান ইরমাতভ। যার সাথে মেসিরা আগে থেকেই পরিচিত।

২০১০ সালের বিশ্বকাপে কেপটাউনে আর্জেন্টিনা বনাম জার্মানির মধ্যকার ম্যাচে ম্যাচ পরিচালনা করেছিলেন ৪০ বছর বয়সী এই রেফারি। সেই ম্যাচে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।

ইরমাতভ ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছেন কিছু ম্যাচে। তাছাড়া কানাডাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ছিলেন তিনি। ২০০৮ ও ২০০৯ সালে এশিয়ার সেরা রেফারিরও পুরস্কার পান ইরমাতভ।

উল্লেখ্য, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ জিতে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ডে পথে এক পা এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। তাই তাদের বিপক্ষে নামার আগে বেশ সতর্ক মেসিরা। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচটিকে বলা হচ্ছে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই।

শেয়ার করুন: