‘প্রথম ম্যাচে জিতলে ভালো হতো। কিন্তু তা যখন হয়নি, কোস্টারিকার বিরুদ্ধে জিততেই হবে আমাদের। তাই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার (১৯ জুন) অনুশীলনের পর সাংবাদিকদের কাছে এসেছিলেন ফিলিপ কটিনহো।এ সময় তিনি এ কথা বলেন।
ফিলিপ কটিনহো আরো বলেন, সেখানেই তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) অনুশীলন বাধ্যতামূলক ছিল না। তাই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নেইমারের সঙ্গে কথা হয়নি। হয়তো অল্প চোট রয়েছে। সব ডিফেন্ডারই ওকে নিশানা বানাচ্ছে। চোটটা বড় কিছু নয়।’
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারের বিরুদ্ধে প্রচুর ফাউল হয়েছে। সেই চোটের জায়গাগুলোতেই যন্ত্রণা হচ্ছিল।
তাই ঝুঁকি না নিয়ে ওকে পাঠিয়ে দেওয়া হয় দলের ফিজিওর কাছে। তবে ম্যাচের আগেই নেইমার সেরে উঠবে বলে আমরা আশাবাদী। এই চোটের সঙ্গে নেইমারের অস্ত্রোপচারের কোনো যোগ নেই।’
প্রথম ম্যাচ ড্রয়ের পর নেইমারের চোট-আতঙ্ক ব্রাজিল শিবিরে। সোচিতে ব্রাজিল দলের অনুশীলনে নেমে কিছুক্ষণ পরেই ডান পায়ের গোড়ালিতে ব্যথার জন্য খোঁড়াতে খোঁড়াতে উঠে গেলেন নেইমার।
ফলে সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে নেইমারের ছিটকে পড়ার আতঙ্ক। ব্রাজিলের তরফ থেকে জানানো হয়েছে, দলের চিকিৎসকরা বিষয়টি দেখছেন। অযথা ভাবনার কিছ– নেই।
এদিকে নেইমারের সমর্থনে ব্রাজিল থেকে ভিডিও বার্তা পাঠিয়েছে তার ছয় বছরের পুত্র ডেভিড লুকা। যেখানে সে বলেছে, ‘বাবা, মন খারাপ করবে না। সব ঠিক হয়ে যাবে। পরের ম্যাচে তুমিই জিতবে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পায়ের ছবি পোস্ট করে নেইমার লিখেছিলেন, ‘কঠোর পরিশ্রম করতে হচ্ছে।’ কিন্তু তার চব্বিশ ঘণ্টার মধ্যেই পায়ের যন্ত্রণায় কাবু হওয়ায় কোস্টারিকার বিরুদ্ধে নেইমারের খেলা নিয়ে জল্পনা তুঙ্গে।