হেলিকপ্টার হুজুর

হেলিকপ্টার হুজুর: ঘণ্টার জন্য কত লাখ টাকা নেন?

হেলিকপ্টার হুজুর – সকাল থেকে আকাশপানে চেয়ে চেয়ে সময় কাটছিলো এলাকাবাসীর- কখন এসে হুজুর নামেন। এক পর্যায়ে অপেক্ষার প্রহর শেষ হলো হাজারো মানুষের। দূর থেকে শোনা গেল মেশিনের আওয়াজ। কিছুক্ষণের মধ্যে আকাশে দৃশ্যমান হলো হেলিকপ্টার।

দর্শকদের মাঝে চাঞ্চল্য বেড়ে গেছে। জনসমুদ্রে পরিণত হওয়া মাঠে অতবরণ করলেন হুজুর। সালাম জানালেন উপস্থিত জনতাকে। দু’পাশে সশস্ত্র বডিগার্ডরা আছেন। আছে পুলিশও। কিন্তু পুলিশ-গার্ডদের টপকে ইতোমধ্যে মোবাইল নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে তরুণরা। প্রিয় হুজুরের সাথে সেলফি ওঠাচ্ছে তারা। সেলফি পর্ব শেষে আয়োজকদের অভ্যর্থনায় বিশ্রামে চলে গেলেন অতিথি।

এইসব দৃশ্য গতকাল রোববার বিকালের। ঘটনস্থাল নাটোরের সিংড়ার শালমারা দাখিল মাদ্রাসা প্রাঙ্গন। উল্লিখিত হুজুরের নাম এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী। ভক্তরা চেনেন পীরে কেবলা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী হিসেবে। তিনি শালমারা দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ‘প্রধান বক্তা’ হিসেবে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন।

এদিকে প্রত্যন্ত গ্রামে ওয়াজ মাহফিলের এক অতিথিকে ঘিরে এমন এলাহি কাণ্ডের ছবি সামাজিক মাধ্যমে আসার পর নানা আলোচনা হচ্ছে। ওয়াজে যাওয়ার ক্ষেত্রে এনায়েতুল্লাহ আব্বাসীর হেলিকপ্টার-প্রীতি সম্পর্কে অবগত অনেকে তাকে ‘হেলিকপ্টার হুজুর’ হিসেবে অভিহিত করছেন। এছাড়া সিংড়ার অনুষ্ঠানে যোগ দেয়ার বিনিময়ে এনায়তুল্লাহ আব্বাসী মোটা অংকের টাকা ‘হাদিয়া’ হিসেবে নিয়েছেন তা স্থানীয়দের মধ্যে জানাজানি হয়েছে।

শেয়ার করুন: