নিজদের গূরত্বপূর্ন আজকের ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২য় রাউন্ডে জেতার জন্য আজকের ম্যাচ জয়ের কোন বিকল্প নেই। অপরপক্ষে আগের ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারানো ক্রোয়েশিয়া চাইবে নিজের ২য় ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করা।
তবে আজকের ম্যাচের আগেই ভবিষ্যৎবাণী করে ফলাফল বলে দিল ফুটবলের ম্যাচ প্রেডিকশন করা ওয়েবসাইট ফুটবল প্রেডিক্টর। সেই ওয়েবসাইটের করা প্রেডিকশন অনুযায়ী এই বিশ্বকাপের ৯০% প্রেডিকশনেই সত্য হয়েছে।
আর সেটা যদি হয় তাহলে শেষ ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে ডু অর ডাই হবে আর্জেন্টিনার জন্য। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতেই আর্জেন্টিনা চায় নিজেদের নক আউট অনেকটা নিশ্চিত করতে।