বিডিনিউজ

যে কারনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধের নির্দেশ!

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খবর বিডিনিউজের। আজ সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে পাঠানো এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক বন্ধ করতে নির্দেশনা পাঠায় বিটিআরসি।

ইমেইলে দুটি লিংক ব্লক করার নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হল https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/। এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেওয়া হয়।

হঠাৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিডিনিউজের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বিটিআরসি থেকে সোমবার বিকালে এই নির্দেশ দেওয়া হয় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে। বিটিআরসির সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এই নির্দেশ দেয়া হয়। এতে কোনও কারণ বলা হয়নি।

ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেয়া হয়। তাতে বিডিনিউজের মোবাইল ফোন ভার্সন এবং ডেস্কটপ ভার্সন লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে।

শেয়ার করুন: