মেসি যে পেনাল্টি মিস করতে যাচ্ছে তা আগেই বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। আর্জেন্টিনার ‘ডাইহার্ট সার্পোটার’ ও লিওনেল মেসির ভক্ত মাশরাফি গতকালকে পেনাল্টি মিসের শঙ্কা করেছিলেন। বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শটের সময়ই মাশরাফি বলেছিলেন, মেসি পেনাল্টি শটটি মিস করবে এবং হয়েছেও তাই!
রোববার মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মতুর্জা সেই ভবিষ্যৎ বাণীর ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করেন। সেই ভিডিওতেই দেখা যায় মাশরাফির শঙ্কা প্রকাশমূলক ভবিষ্যদ্বাণী। তবে দলের প্রতি সমর্থন তার এতে এক বিন্দুও নড়েনি। নিজেই সে কথা জানিয়েছেন তার ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে।
ছোট ভাই মোরসালিনের দেয়া ভিডিওতে দেখা যায় পেনাল্টি শটের আগে মাশরাফি বলছেন, ‘মিস যদি না হইছে…’ বলেই তিনি টিভির ঘর থেকে বের হয়ে যান। তারপর পেনাল্টি শট নিতে দেখা যায়। এবং তারপর পরই ঘরে প্রবেশ করে জানতে চান গোল হয়েছে কিনা? তারপর মিস হয়েছে… বলেই ঘর থেকে আবার বের হয়ে যান।
মোরসালিন তার ভিডিওটি পোস্ট করে লিখেন, ‘গতকাল মেসির পেনাল্টি মিস করার অন্যতম কারণ হচ্ছে ভাইয়া। তুমি মুখ দিয়ে বলছো দেখেই মেসি মিস করলো।’
এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন, ‘তিনি (মাশরাফি) আর্জেন্টিনার ভক্ত। কেউ ভুল বুঝবেন না। পরবর্তী পোস্ট এ দেখবেন’ লিখে আরেকটি পোস্ট দেয়ার ইঙ্গিত দেন মাশরাফিকে নিয়ে।
এদিকে মাশরাফি যে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত তা সে নিজেই বলে বেড়ান। দল হারলে কষ্ট পান। জিতলে আনন্দে উল্লাস করেন। কিন্ত আর্জেন্টিনা যতই খারাপ করুক দলকে ছাড়তে নারাজ তিনি। এবং নিজেকে ঠুনকো সমর্থকও মনে করেন না।
পেনাল্টি মিস করার পর মাশরাফি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘জানি এদের কোনো একটা জুজু আছে। বড় আসরে তাই আশা করিও কম, কষ্টও কম। কিন্তু আমি কোনো ফাট্টু সাপোর্টার না যে আশা ছেড়ে দেব। আশায় আছি লিও।’