দুর্বল দলের বিপক্ষে হতাশা নিয়ে মাঠ ছাড়লো মেসিরা!

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছে আর্জেন্টিনা। শক্তিমত্তার দিক থেকে অনেক পিছিয়ে আইসল্যান্ড। তবে খেলায় সেই প্রভাব খুব একটা চোখে পরেনি প্রথমার্ধে। মেসিদের সাথে সমানতলে লড়াই করে মধ্যাহ্ন বিরতিতে যায় প্রথমবারেরমত বিশ্বকাপে অংশগ্রহণ করা নবাগত এই দলটি।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১টি করে গোল করে উভয় দল। আর্জেন্টিনার পক্ষে ১৯ মিনিটে গোল করেন আগুয়েরা আর আইসল্যান্ডের পক্ষে ২৩ মিনিটে করেন ফিনবোগাসনের।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে স্বরুপে ফেরে মেসি-আগুয়েরা কিন্তু নিশ্চিত গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। ৬৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

বেশিরভাগ সময় নিজেদের পায়ে বলের নিয়ন্ত্রন রাখলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষ হলে ১-১ গোলের সমতা নিয়ে সন্তুষ্টি থাকতে হয় দুই দলকে।

প্রথমবারেরমত বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ড এর কাছে এই ড্র নিশ্চয়ই জয়ের সমতুল্য কিন্তু এই ফলাফলে টুর্নামেন্টে টিকে থাকা একটু কঠিন হয়ে গেল আর্জেন্টিনার।

শেয়ার করুন: