‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে/আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে’- গত শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এ গান এখন তরুণ-তরুণীর মুখে মুখে। গানটির মূল শিল্পী আরমান আলিফ হলেও, উইকেলেলে বাজিয়ে এই গান ফেসবুকে ভাইরাল করেছেন টুম্পা খান নামের এক কিশোরী।
টুম্পার সে সাবলীল গায়কি নজর কেড়েছে সাধারণ ফেসবুক ব্যবহারকারী থেকে সংগীত জগতের অনেককেই। এরই ধারাবাহিকতায় সিনেমার প্লেব্যাকে নাম লেখালেন তিনি।
নির্মাতা আজাদ আবুল কালাম পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমার শিরোনাম সংগীতে ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের সঙ্গে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন টুম্পা। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে আছেন আলী আকরাম শুভ। ইতোমধ্যে শেষ হয়েছে গানটির রেকর্ডিংয়ের কাজ।
নিজের প্লেব্যাক প্রসঙ্গে টুম্পা বলেন, ‘কখনো ভাবিনি প্লেব্যাকে আসব। এ রকম চিন্তা কখনো মাথাতেই আসেনি। মনে হচ্ছে যেন একটা ঘোরের মধ্যে আছি।’