ইমরান এইচ সরকার
ইমরান এইচ সরকার

ইমরান এইচ সরকারকে ছেড়ে দেয়া হয়েছে

জিজ্ঞাসাবাদ শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বুধবার রাত ১১টার দিকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান। এরআগে বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় একটি কর্মসূচি থেকে ইমরান এইচ সরকারকে র‍্যাব-৩ তাকে আটক করে।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বিকাল ৪টার দিকে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বিকাল ৪টার একটু পরে সেখানে পৌঁছান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সেখানে জড়ো হওয়া মঞ্চের নেতাকর্মীরা মাদকবিরোধী অভিযানে নির্বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে ‘জাগো বাংলাদেশ’ বলে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ইমরান এইচ সরকার। এসময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী ৭-৮ জন র‍্যাব সদস্য নেমে তাকে মাইক্রোবাসে তুলে নেন। কাছেই র‍্যাবের আরও চারটি গাড়ি ছিল।

শেয়ার করুন: