রাজধানীতে নারীদের নিরাপদে যাতায়াতে যুক্ত হয়েছে ‘দোলনচাঁপা’ নামের এসি বাস সার্ভিস। বিশেষায়িত এ বাসটিতে শুধু নারী ও শিশুদের জন্য যাতায়াতের সুবিধা থাকবে। বাস সার্ভিসটি নিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে ৩৬ আসন বিশিষ্ট এসি বাসটির উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর ১২ থেকে ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল রুটে চলাচল করবে। পর্যায়ক্রমে মিরপুর সার্কেল থেকে আজিমপুর রুটে চলাচল করবে।
ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরও আটটি বাস সার্ভিস চালু করা হবে।
বাস সার্ভিসটি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন র্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, র্যাংগস মোটরের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী প্রমুখ।