দেশের জন্য ভালো কিছু করতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কী করবেন সেটিও ঠিক করেছেন। তবে জানাবেন ঈদের পর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (৩১ মে) এ কথা জানিয়েছেন তিনি। আর মাশরাফিকে নিয়ে সোহেল তাজকে দল তৈরির পরামর্শ দেয়া হয়েছে এক পাঠকের পক্ষ থেকে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ফেসবুক পেজে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কি করা যায় এবং বিশেষ করে যুব সমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা I অনেক চিন্তা ভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাবো !!’ তিনি আরও লেখেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত- আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি I’
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার সোহেল তাজ। পরে হঠাৎ করে পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই অনেকটা নিভৃতে রয়েছেন। তবে মাঝেমধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে দেখা যায় তাকে। এর আগেও একবার দেশের জন্য কিছু করার কথা লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার ওই স্ট্যাটাস দেওয়ার পর তার নিচে পাঁচ হাজার ৪৫টি কমেন্টস পড়ে। দুই হাজার ২৩১ বার শেয়ার হয় স্ট্যাটাসটি। লাইক পড়ে ৩৫ হাজারের বেশি। এতে দলমত নির্বিশেষে অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন। পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মমিনুল ইসলাম মুহিম নামের একজন তার কমেন্টসে লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আপনার মতো রাজনীতিবিদ হাতেগোনা দু’একজন। সুতরাং সব অভিমান ভুলে তরুণ প্রজন্মের জন্য আপনার রাজনীতিতে সক্রিয় হওয়া এখন সময়ের দাবি।’ নাহিদ রহমান রহমান নামের একজন লিখেছেন,‘বঙ্গবন্ধুর যেমন আপনার বাবাকে প্রয়োজন ছিল, নেত্রীরও আপনার মতো জাত বাংলাদেশপ্রেমী আওয়ামী লীগার প্রয়োজন।’
মইন উদ্দিন নামের একজন লিখেছেন, ‘ফিরে আসেন অভিমান ভেঙে, যুদ্ধের ময়দান থেকে আপনার এভাবে চলে যাওয়া মানায় না।’ মো. মোমেন মাঝি নামের একজন লিখেছেন, ‘আমি বিএনপি করি, বাট লাভ ইউ ভাই। আমরা কাপাসিয়াবাসী আপনাকে মিস করি। যেকোনও মহৎকাজে আমরা আপনার পাশে আছি, ইনশাল্লাহ। আমরা আপনার জন্য গর্বিত।’ শাকিব শাহরিয়ার নামের একজন লিখেছেন, ‘মাশরাফির সাথে তৈরি করুন নতুন কোন রাজনৈতিক দল, যার উদ্দেশ্য হবে জনকল্যাণ!’