মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে সবাই খুঁজছেন এই রূপসীকে। ভারতীয় গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ‘কে এই সুন্দরী!’ ‘কেন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত খোঁজ করা হচ্ছে!’ এই রুপসীর নাম রাধিকা।
পুরো নাম রাধিকা কুমারাস্বোয়ামি। ২০০০ সালের দিককার কান্নাড়া চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। একজন অভিনেত্রী এবং প্রযোজক। ‘নীলা মেঘা শ্যামা’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০০ সালে পা রাখেন রুপালী জগতে। তখন তার বয়স মাত্র ১৬।
এক সময় তিনি কান্নাড়া চলচ্চিত্রের সর্বোচ্চ উপার্জনকারী নায়িকা ছিলেন। দীর্ঘদিন কোনো আলোচনায় না থাকলেও বর্তমানে কান্নাড়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন রাধিকা।
তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজার ধুম পরেছে। চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যতটা না খ্যাতি অর্জন করেছেন রাধিকা তার চেয়ে বেশি খ্যাতি এবার নির্বাচনের পর জুটেছে তার কপালে।